দেশব্যাপী সেনাবাহিনীর অভিযান পরিচালনার অংশ হিসেবে ৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬:৩০ টায় রংপুর মিঠাপুকুর এলাকায় শঠিবাড়ী বাস স্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাদক, জুয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারকল্পে নিয়মিত অভিযানে মহাসড়কের বিভিন্ন যানবাহন তল্লাশীর সময়কালে গোপন সংবাদের ভিত্তিতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিমের নেতৃত্বে চাঁদার অর্থসহ দুইজন চাঁদাবাজিকে হাতে নাতে আটক করেছে । তথ্যসূত্রে জানা গেছে, আসামিদ্বয় মিঠাপুকুরের শঠিবাড়ী দুর্গাপুর গ্রামের মো. আফজাল হোসেনের পুত্র নাজমুল ইসলাম এবং বড় মির্জাপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার পুত্র শফিকুল ইসলামকে জব্দকৃত ৭২৮০/- চাঁদার অর্থসহ আটক করে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম জানান চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি মাদকসহ অপরাধ তৎপরতা ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে ।
রংপুর শঠিবাড়ী স্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে আটক ২
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ রংপুর প্রতিনিধি
- আপডেট সময় ০৯:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫২৬ বার পড়া হয়েছে