ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষের টাকায় ‘মুন ভিলা’! রাজউকের প্রকৌশলীর সম্পদে চমক অবৈধ ভবন নির্মাণে চিরস্থায়ী প্রথা এখনো বহাল  দুদকের উপ-পরিচালক মাহবুব এর শত কোটি টাকার অবৈধ সম্পদ যশোর রেস্টহাউজে অনৈতিক কর্মকান্ডে স্থানীয়দের হাতে লাঞ্ছিত ওসি সাইফুল কুষ্টিয়া মেডিকেল কলেজে কম্পিউটার ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের স্বঘোষিত সভাপতি সিদ্দিকুরের ঘুষ-বদলি ও কমিশন বাণিজ্য রাজশাহীর সমাজসেবা পরিচালক মোস্তাক হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বড়লেখায় সহকারী ভূমি কর্মকর্তা মজিদ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ সুয়াগাজীতে অনুমোদন ছাড়াই কেয়ার প্লাস মেডিকেল সেন্টার উদ্ভোধন ডিপিডিসির মিটার রিডারের বিরুদ্ধে ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একজন অসুস্থ মানুষ অর্থনীতিতে অবদান রাখতে পারে না। মিলিয়ন ইস্যু আছে উন্নতির বাধা হিসেবে। এরমধ্যে তামাক একটি বড় কালপ্রিট। এটা বিবেচনা না করার কোনো কারণ নেই। তামাক ও ধূমপান কোনোটাই স্বাস্থ্যকর নয়, এটা পুরো পৃথিবীর মানুষ জানে। 

ধূমপান বন্ধে সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি বলেও নিজের মত তুলে ধরেন মন্ত্রী। ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য প্রণীত খসড়া দ্রুত আইনে পরিণত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

তাজুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সভ্য দুনিয়ার সকল মানুষের কাছে অপরিহার্য। স্বাস্থ্য সবচেয়ে মৌলিক ও জরুরি। অসুস্থ মানুষ দিয়ে হিউম্যান ইনডেক্স বৃদ্ধি করা সম্ভব না। এসডিজি গোলের নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘ। কিন্তু একটা বিলও জাতিসংঘে পাস হয়নি। এটা না হওয়ার জন্য গ্লোবাল লিডাররা দায়ী। এটা নিয়ে সোচ্চার হওয়ার জন্য সিভিল সোসাইটিকে আগে উদ্যোগ নিতে হবে। এটার জন্য শুধু সংসদে আইন পাস হতে হবে কেন, এটার জন্য জাতিসংঘের লিডারদেরও কাজ করা উচিৎ।

তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণীত হয় এবং হয়েছে। এটা সারা জীবনের জন্য হবে বিষয়টা এমন না। সময়ের ব্যবধানে এটা পরিবর্তন হতে পারে। আমার চিন্তা-চেতনা চাহিদার যেমন পরিবর্তন ঘটে, তেমনি আইনের পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আইন পরিবর্তনের জন্য বাংলাদেশ সংসদের সব সংসদ সদস্য সচেতন আছে। আইন পাস করতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক বলেন, আমরা আশা রাখছি এবার আইনটি পাস হয়ে যাবে। আমাদের সংসদ সদস্যরা সবাই জানে তামাক কতটা ক্ষতিকর। সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি। কারণ, আমাদের দেশের দরিদ্র মানুষেরা একবারে একটি প্যাকেট কিনতে আগ্রহী হন না। এতে আমরা অন্তত দেশের একটি শ্রেণিকে দমিয়ে রাখতে পারবো। আমরা সবকিছু একসঙ্গে বন্ধ করতে পারব না। এজন্য আমাদের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক (হেলথ ও ওয়াশ সেক্টর) ইকবাল মাসুদ। এতে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরুপ রতন চৌধুরী, সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী প্রমুখ।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক (হেলথ সেক্টর) মোখলেছুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের টাকায় ‘মুন ভিলা’! রাজউকের প্রকৌশলীর সম্পদে চমক

সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি

আপডেট সময় ০৫:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একজন অসুস্থ মানুষ অর্থনীতিতে অবদান রাখতে পারে না। মিলিয়ন ইস্যু আছে উন্নতির বাধা হিসেবে। এরমধ্যে তামাক একটি বড় কালপ্রিট। এটা বিবেচনা না করার কোনো কারণ নেই। তামাক ও ধূমপান কোনোটাই স্বাস্থ্যকর নয়, এটা পুরো পৃথিবীর মানুষ জানে। 

ধূমপান বন্ধে সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি বলেও নিজের মত তুলে ধরেন মন্ত্রী। ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য প্রণীত খসড়া দ্রুত আইনে পরিণত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

তাজুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সভ্য দুনিয়ার সকল মানুষের কাছে অপরিহার্য। স্বাস্থ্য সবচেয়ে মৌলিক ও জরুরি। অসুস্থ মানুষ দিয়ে হিউম্যান ইনডেক্স বৃদ্ধি করা সম্ভব না। এসডিজি গোলের নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘ। কিন্তু একটা বিলও জাতিসংঘে পাস হয়নি। এটা না হওয়ার জন্য গ্লোবাল লিডাররা দায়ী। এটা নিয়ে সোচ্চার হওয়ার জন্য সিভিল সোসাইটিকে আগে উদ্যোগ নিতে হবে। এটার জন্য শুধু সংসদে আইন পাস হতে হবে কেন, এটার জন্য জাতিসংঘের লিডারদেরও কাজ করা উচিৎ।

তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণীত হয় এবং হয়েছে। এটা সারা জীবনের জন্য হবে বিষয়টা এমন না। সময়ের ব্যবধানে এটা পরিবর্তন হতে পারে। আমার চিন্তা-চেতনা চাহিদার যেমন পরিবর্তন ঘটে, তেমনি আইনের পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আইন পরিবর্তনের জন্য বাংলাদেশ সংসদের সব সংসদ সদস্য সচেতন আছে। আইন পাস করতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক বলেন, আমরা আশা রাখছি এবার আইনটি পাস হয়ে যাবে। আমাদের সংসদ সদস্যরা সবাই জানে তামাক কতটা ক্ষতিকর। সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি। কারণ, আমাদের দেশের দরিদ্র মানুষেরা একবারে একটি প্যাকেট কিনতে আগ্রহী হন না। এতে আমরা অন্তত দেশের একটি শ্রেণিকে দমিয়ে রাখতে পারবো। আমরা সবকিছু একসঙ্গে বন্ধ করতে পারব না। এজন্য আমাদের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক (হেলথ ও ওয়াশ সেক্টর) ইকবাল মাসুদ। এতে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরুপ রতন চৌধুরী, সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী প্রমুখ।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক (হেলথ সেক্টর) মোখলেছুর রহমান।