চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১৬ হাজার ১৫২ জন। কিন্তু চলতি মাসের ২৫ দিনে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার এ সংখ্যা গত ৯ মাসে সর্বোচ্চ। শুধু সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ ডেঙ্গু রোগী ভর্তি। এ মৌসুমে সারাদেশে ডেঙ্গুর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৮২ জন রোগী ঢাকার এবং ৯ হাজার ৬৩৪ জন ঢাকার বাইরের।
মঙ্গলবার (২৫ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৫৬ জন।
চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে।