ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানী শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন— মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা সেলিম দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, আমরা তিতাস গ্যাসে কেউ চাকরি করি না। তবে তাদের সঙ্গে আমরা ১২ মাস কাজ করি। রাতে একটি লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আমাদের পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। চিকিৎসক দুজনকে ভর্তি দিয়েছেন। বাকি তিন জনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসক। তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

আপডেট সময় ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

রাজধানী শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন— মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা সেলিম দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, আমরা তিতাস গ্যাসে কেউ চাকরি করি না। তবে তাদের সঙ্গে আমরা ১২ মাস কাজ করি। রাতে একটি লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আমাদের পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। চিকিৎসক দুজনকে ভর্তি দিয়েছেন। বাকি তিন জনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসক। তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।