পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শেষ সিমান্তে দক্ষিণে অবস্থিত বাবুর হাট নামে বাজার টি ২৫ বছরে ও উন্নয়নের ছোয়া লাগেনি বলে অভিযোগ করেছেন অত্র বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সরজমিনে গিয়ে স্হানীয়দের সাথে কথা বলে জানাযায় পিরোজপুর (৩) মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ জব্বার ইন্জিনিয়ার তার ছেলে বাবু মিয়ার নামে ১৯৯৩ সালে বাবুর হাট বাজার টি প্রতিষ্ঠিত করেছিলেন।
সেই থেকে এখন পর্যন্ত বাজার টি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট ও বাসা বাড়ি নিয়ে চলমান রয়েছে। ওই বাজারে সপ্তাহের শুক্রবার ও সোমবার দুই দিন বাজার বসে। বাজারে বেশ ক্রেতা ও বিক্রেতার সমাগম হয়। কারণ বাজার টি মঠবাড়িয়া ও পাথর ঘাটা দুই উপজেলার বটারে অবস্থিত।
বাজার কর্তপক্ষ জানান এই বাবুর হাট বাজার টি প্রতিবছর চার – পাঁচ লাখ টাকা ইজারা দেওয়া হয়। এরপর ও আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। বাজারের ভিতরে চলাচলের রাস্তা গুলো বাজার প্রতিষ্ঠাকালিন সময় তৈরি হয়েছে এরপর আর রাস্তার উন্নয়ন করা হয়নি,এখন রাস্তা গুলো ডেবে গেছে। মেইন সড়ক বাদে বাজারের মুল অবস্থান টি নিচু হওয়ায় প্রায় সময় জোয়ারের পানিতে তলিয়ে যায়।
যার কারনে রাস্তার উপরে কাঁদা জমে যায়।তাছাড়া বর্ষা মৌসুমে তো বাজার বসানোই কষ্টকর হয়ে পরে, এতে ব্যবসায়ি ও জনসাধারণের ক্রয় বিক্রয়ে চরম বিঘ্ন ঘটে। তাই বাজার কর্তৃপক্ষ ও জনসাধারন যথাযথ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে বাজারের নিচু জায়গা গুলো ভরাট দিয়ে উন্নয়ন করার জন্য জোর দাবি জানান।