বরগুনার বেতাগীতে জোরপূর্বক জমি দখল করতে গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, বেলা এগারোটায় বেতাগী পৌরসভার ৪নং ওয়ার্ডে রাশেক গাজীর বাড়িতে । জমির মালিক ভুক্তভোগী রাশেক গাজী জানান, তার ভোগদখলী কবলা সম্পত্তি একই এলাকার প্রভাবশালী ভুমি দস্যু অভিযু্ক্ত জামির ,মোসা: জাকিয়া , নবিন মোল্লা , নাজরিন, ইসমাইল , অলিউল্লাহ , পারভিন গং বহিরাগত লোকজন দিয়ে জোরপূর্বক জমি দখল করে মূল্যবান গাছ গাছালী কেটে নিজেদের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করে ।
গাছ কাটার সময় তিনি বাধা দিলে প্রতিপক্ষ তাতে কর্ণপাত করেননি। বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে জোর করে জমি দখল করে এলোপাতাড়ি গাছগাছালি কেটে ফেলে ও গাছের শিকর ফেলে রেখে যায়। দীর্ঘ ২০ বছর যাবত এই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসতেছি। হঠাৎ আমাদের অনুপস্থিতে জোরপূর্বক জমি দখল করে গাছ কেটে রাস্তা নির্মাণের কাজ শুরু করে।
আমি বাড়িতে এসে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে উল্টে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করে। নিরুপায় হয়ে ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে ঘটনাস্থলে বেতাগী থানা পুলিশ আসে।
আমি অসহায় তাই এই সুযোগে তারা আমাদের ওপর অনেক অত্যাচার নির্যাতন চালায়। নিজেদের ইচ্ছেমতো গাছগাছালি কেটে ফেলে। আমাদেরকে ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদর্শন করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু তাদের লাঠিয়াল বাহিনী ও জোরজুলুমের কাছে কেউ টিকতে পারে না।
পুরো এলাকা তাদের কাছে জিম্মি। রাশেক গাজী আরো জানান অভিযুক্ত জাকিয়া মহিলা অধিদপ্তরে চাকরি প্রভাব দেখিয়ে অর্থের প্রভাব দেখিয়ে এই সমস্ত জমি দখলের পায় তারা চালায় । সরজমিনে গিয়ে অভিযুক্তদেরকে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী রাশেক গাজী প্রশাসনের কাছে এর বিচার চান।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ত্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।