পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলামের উপর নৃশংস ভাবে হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২ অক্টোবর (রবিবার) সকাল ১১ ঘটিকায় মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা হয়।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেন,ডাঃ রুস্তম আলী ফরাজি অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোতালেব হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মিজানুর দুলাল,উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ আঃ রহমান আল নোমান, উপজেলা যুব সংহতির সাংগঠিনিক সম্পাদক মোঃ সাব্বির মৃধা, ইউনিয়ন জাপা নেতা মোঃ হিরু শরীফ, পৌর যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মোঃ নাসির হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তুষখালী থেকেে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিতে আসার পথে মাঝেরপুল ফরাজি বাড়ি সম্মুখ সড়কে একটি মাহেন্দ্র গাড়ি শফিকুলের গাড়ির গতিরোধ করে গাড়ি থেকে বের হয়ে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে, পেটের ভুঁড়ি কুপিয়ে বের করে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করেন, বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসক তার অবস্থা আশংকা জনক থাকায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মানববন্ধনে বক্তারা জাপা নেতা শফিকুলের উপর নৃশংস ভাবে হামলা কারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরো বলেন যদি ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা না হয়, তাহলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে মঠবাড়িয়ার সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজীর নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকিবে।