প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আজিজুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ আদেশ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।