বাসচাপায় নাদিয়া নিহতের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। অবরোধের কারণে খিলক্ষেত থেকে বিমানবন্দর ও উত্তরাগামী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে মহাখালী, বাড্ডা ও গুলশান এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবস্থান নেয় তারা। এদিকে, বাসচাপায় নাদিয়া নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। বাস চালক মোঃ লিটন (৩৮) ও হেলপার মোঃ আবুল খায়ের (২২) কে আজ সকাল ৮ টা ২০ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গুলশান জোনের ডিসি মোঃ আবদুল আহাদ জানান, ঘাতক বাস ঢাকা মেট্রো ব-১৫-৩১৯০ জব্দ করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।