গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় এবারের পর্বে অংশ নিয়েছেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পর্যন্ত পৃথিবীর ৬৩টি দেশ থেকে মোট ৯ হাজার ১১০ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। বিদেশিদের সহযোগিতার জন্য সার্বক্ষণিক তাদের পাশে থাকছেন বাংলাদেশিরা।
রোববার (২২ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
এক তথ্যে দেখা গেছে, আগত মেহমানদের মধ্যে আরবী ভাষাভাষীর ৬৮৮ জন, ইংরেজি ভাষাভাষীর রয়েছেন ৩ হাজার ৩৪০ জন, উর্দু ভাষাভাষীর ১ হাজার ৯৭০ জন। এছাড়া পশ্চিমবঙ্গের ২ হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর ৪৮২ জন ইজতেমায় অংশ নেন।
এর আগে ইজতেমার আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি, সারা দুনিয়ার মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পরিপূর্ণ হেদায়েত, আল্লাহর সব হুকুম মানা আর নবী করীমের (সা.) দেখানো পথে জীবন গড়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে নিজেদের সমর্পণ, রাগকে বশ, নাফরমানিকে ঘৃণা, ভালোবাসা ছড়িয়ে বিশ্ব মুসলিম ভাতৃত্ব গড়া ও দ্বীনের জন্য নিজেদের কবুল করার জন্য বিশেষ আর্জি জানানো হয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ২৯ মিনিটব্যাপী এ আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।