গাজীপুরের শ্রীপুরে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি) ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করবে সেনাবাহিনী।
বুধবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আগামী ২৯ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার শিরিশগুড়ি দক্ষিণ বারতোপায় সিএডির ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। ধ্বংস কার্যক্রম চলাকালীন গ্রাউন্ডের চতুর্দিকে ৪ কি.মি ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর চলাচল নিরুৎসাহিত করা হলো।