ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত আট কর্মকর্তাই ডিএমপির লাইনওআর এর পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন
তারা হলেন- ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন মিঞাকে প্রসিকিউশন বিভাগে, মুহাম্মদ গোলাম নবী শেখকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, মোহাম্মদ আলীকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মো. ফারুকুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, এ কে এম মাহবুবুল আলমকে গোয়েন্দা রমনা বিভাগে, মিন্টু চন্দ্র মল্লিককে গোয়েন্দা ওয়ারী বিভাগে ও মো. রাজিব হোসেনকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগের বদলি করা হয়েছে।