ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি মেডিকেল ভর্তি পরীক্ষাহল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব লডাঙ্গায় মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা। অপ্রত্যাশিত ঘটনার দ্বারা শেষ হলো গোয়ানঘাটের আন্তঃ ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ এর (বালক) ফুটবলের ফাইনাল ম্যাচ বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ কমিটি গঠন রসিক মেয়র কে দুদকের চিঠি সরিষার ক্ষেতের সৌন্দর্যের আড়ালে ভয়ংকর রাসেল ভাইপার

প্রতিবছরই আখেরি মোনাজাতে অংশ নেন ষাটোর্ধ্ব হালিমা বেগম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিতে হাজারো মানুষের সব পথ যেন মিশেছে টঙ্গীর তুরগতীরগামী সড়কে। আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেয় নারীরাও। তারা দল বেঁধে টঙ্গীর দিকে যাচ্ছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত নারী মুসল্লিদের বেশ কয়েকটি দল দেখে গেছে। খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকে হাজারো মুসল্লি দল বেঁধে হেঁটে টঙ্গীর উদ্দেশে রওনা আখেরি মোনাজাতে অংশ নিতে। এসময় উল্লেখযোগ্য সংখ্যক নারী মুসল্লির দলও হেঁটে রওনা হয়েছে টঙ্গীর দিকে। দেখা যায়, অনেক নারী মুসল্লি ১০-১৫ জনের একটি দল বানিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। আবার অনেক পরিবারের লোকজনের সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে এসেছেন।

আখেরি মোনাজাত অংশ নিতে ইচ্ছুক নারী মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবারই তারা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তারা চাইলে ঘরে বসেও টিভি কিংবা রেডিওর মাধ্যমে তারা আখেরি মোনাজাত অংশ নিতে পারতেন। কিন্তু লাখো মুসল্লি স্বশরীরের আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তাই একটু কষ্ট হলেও নিজেরাই এসেছেন মোনাজাতে অংশ নিতে।

এদিকে রামপুরা থেকে মোছামত তাহমিনা বেগম তার বাসার আশপাশের ১০ জন নারীকে সঙ্গে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমা অনেক বড় ধর্মীয় জমায়েত। তাই প্রতি বছরই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়ার চেষ্টা করি। এবার আমরা ১১ জন নারী মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে রামপুরা থেকে এসেছি।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করছেন ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখে। সে হিসেবে এখন যারা মাঠে আছেন তারা সবাই মাওলানা জুবায়েরপন্থি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি

প্রতিবছরই আখেরি মোনাজাতে অংশ নেন ষাটোর্ধ্ব হালিমা বেগম

আপডেট সময় ১২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিতে হাজারো মানুষের সব পথ যেন মিশেছে টঙ্গীর তুরগতীরগামী সড়কে। আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেয় নারীরাও। তারা দল বেঁধে টঙ্গীর দিকে যাচ্ছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত নারী মুসল্লিদের বেশ কয়েকটি দল দেখে গেছে। খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকে হাজারো মুসল্লি দল বেঁধে হেঁটে টঙ্গীর উদ্দেশে রওনা আখেরি মোনাজাতে অংশ নিতে। এসময় উল্লেখযোগ্য সংখ্যক নারী মুসল্লির দলও হেঁটে রওনা হয়েছে টঙ্গীর দিকে। দেখা যায়, অনেক নারী মুসল্লি ১০-১৫ জনের একটি দল বানিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। আবার অনেক পরিবারের লোকজনের সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে এসেছেন।

আখেরি মোনাজাত অংশ নিতে ইচ্ছুক নারী মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবারই তারা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তারা চাইলে ঘরে বসেও টিভি কিংবা রেডিওর মাধ্যমে তারা আখেরি মোনাজাত অংশ নিতে পারতেন। কিন্তু লাখো মুসল্লি স্বশরীরের আখেরি মোনাজাতে অংশ নিতে আসেন। তাই একটু কষ্ট হলেও নিজেরাই এসেছেন মোনাজাতে অংশ নিতে।

এদিকে রামপুরা থেকে মোছামত তাহমিনা বেগম তার বাসার আশপাশের ১০ জন নারীকে সঙ্গে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমা অনেক বড় ধর্মীয় জমায়েত। তাই প্রতি বছরই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়ার চেষ্টা করি। এবার আমরা ১১ জন নারী মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে রামপুরা থেকে এসেছি।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করছেন ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখে। সে হিসেবে এখন যারা মাঠে আছেন তারা সবাই মাওলানা জুবায়েরপন্থি।