রাজধানীর মোহাম্মদপুরের প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হোপ (হেল্পিং অপরসোনিটিজ ফর পিপল’স এনডেভার) নামের একটি সংস্থা।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে হোপের কেন্দ্রীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া।
অ্যাডভোকেট কাউসার আলম বলেন, হোপ একটি আর্থ সামাজিক উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই হোপের যাত্রা শুরু। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দাড়িদ্রপীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্চলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।
এরপর তিনি প্রাত্ত্বিক জনগোষ্ঠীর নারী পুরুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপের পরিচালক মাহমুদুল হক রোমান, আসাদ মাহমুদ, মোহাম্মদ সালাউদ্দিন, সমাজকর্মী এইচ এম তালহা, আবদুল ওয়াহার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।