ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাগিনা পরিচয়ে নাজমুলের দাপট, ভুয়া মামলার ভয়ে প্রকৌশলীরা গার্ড থেকে উচ্চমান সহকারীর কোটি টাকার জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত এনামুল রাজউকের চিঠির জবাবে ইউনাইটেড গড়িমসি, মোটা অঙ্কের জরিমানার সিদ্ধান্ত রাজউকের (তৃতীয় পর্ব) অবৈধ ভবন ভাঙার নোটিশের জবাব দেয়নি ইউনাইটেড, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (দ্বিতীয় পর্ব) ওমর আলীর জায়গায় ইউনাইটেডের ময়লা পানি, চলার রাস্তায় দীর্ঘ সাঁকো (প্রথম পর্ব) আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর: উপদেষ্টা নাহিদ ঐতিহাসিক সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র: আ স ম রব খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যা আছে

লাঠি নিয়ে ভারত-চীনের সেনাদের মারামারির পুরোনো ভিডিও ভাইরাল

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) গত শুক্রবার ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই ভাইরাল হয়েছে ইট ও লাঠি নিয়ে দুই দেশের সেনাদের মারামারির একটি ভিডিও। 

গত ১৩ ডিসেম্বর হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমমে ঘুরপাক খেতে থাকে এটি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বরের। কিন্তু ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেই।

ভিডিওটিতে দেখা যায়, সবুজ পাহাড় ঘেরা একটি অঞ্চলে দুই দেশের সেনারা দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে আছে কাঁটাতারের বেড়া। ভিডিওতে আরও দেখা যায়, চীনের এক সেনাসদস্যকে হাতে তৈরি কাঠের ও স্টিলের লাঠি দিয়ে আঘাত করছেন ভারতীয়রা। এছাড়া দাঁড়িয়ে থাকা চীনের সেনাদের দিকে ইট ছুড়ে মারছেন তারা। কাঁটাতারের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা চাইনিজ সেনারাও লম্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন।

ভিডিওটির শেষে দেখা যায়, সেনাদের চাপাচাপিতে কাঁটাতারের বেড়াটি ভেঙে পড়েছে। এরপর সামনের দিকে এগিয়ে যান ভারতীয় জওয়ানরা। তারা এগিয়ে যাওয়ার পর পাথরের তৈরি ছোট একটি দেওয়াল টপকে পালিয়ে যান চীনের সেনারা। ওই সময় ভারতীয় সেনাদের উল্লাস করতে শোনা যায়।

ভারত ও চীনের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৭৯ কিলোমিটার লম্বা সীমান্ত। কোনো নির্দিষ্ট চিহ্ন না থাকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রায়ই ঝামেলা বাধে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা সংঘর্ষে জড়ান।

এ ভিডিওটি সাম্প্রতিক সময়ের না হলেও, দুই দেশের সেনাদের মধ্যে সীমান্ত নিয়ে কি ধরনের উত্তেজনা বিরাজ করে সেটিরই প্রতিফলন দেখা গেছে এটিতে।

এদিকে এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীনের সেনারা। সে ঘটনায় ভারতের ২০ জন এবং চীনের প্রায় ৪০ জন সেনা আহত বা নিহত হয়েছিলেন। এরপর দুই বছর এমন কোনো সংঘর্ষের ঘটনার কথা শোনা যায়নি। তবে গত সপ্তাহে জানা যায়, অরুণাচলে লাঠি নিয়ে মারামারিতে জড়িয়েছিলেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাগিনা পরিচয়ে নাজমুলের দাপট, ভুয়া মামলার ভয়ে প্রকৌশলীরা

লাঠি নিয়ে ভারত-চীনের সেনাদের মারামারির পুরোনো ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) গত শুক্রবার ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই ভাইরাল হয়েছে ইট ও লাঠি নিয়ে দুই দেশের সেনাদের মারামারির একটি ভিডিও। 

গত ১৩ ডিসেম্বর হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমমে ঘুরপাক খেতে থাকে এটি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বরের। কিন্তু ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেই।

ভিডিওটিতে দেখা যায়, সবুজ পাহাড় ঘেরা একটি অঞ্চলে দুই দেশের সেনারা দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে আছে কাঁটাতারের বেড়া। ভিডিওতে আরও দেখা যায়, চীনের এক সেনাসদস্যকে হাতে তৈরি কাঠের ও স্টিলের লাঠি দিয়ে আঘাত করছেন ভারতীয়রা। এছাড়া দাঁড়িয়ে থাকা চীনের সেনাদের দিকে ইট ছুড়ে মারছেন তারা। কাঁটাতারের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা চাইনিজ সেনারাও লম্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন।

ভিডিওটির শেষে দেখা যায়, সেনাদের চাপাচাপিতে কাঁটাতারের বেড়াটি ভেঙে পড়েছে। এরপর সামনের দিকে এগিয়ে যান ভারতীয় জওয়ানরা। তারা এগিয়ে যাওয়ার পর পাথরের তৈরি ছোট একটি দেওয়াল টপকে পালিয়ে যান চীনের সেনারা। ওই সময় ভারতীয় সেনাদের উল্লাস করতে শোনা যায়।

ভারত ও চীনের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৭৯ কিলোমিটার লম্বা সীমান্ত। কোনো নির্দিষ্ট চিহ্ন না থাকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রায়ই ঝামেলা বাধে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা সংঘর্ষে জড়ান।

এ ভিডিওটি সাম্প্রতিক সময়ের না হলেও, দুই দেশের সেনাদের মধ্যে সীমান্ত নিয়ে কি ধরনের উত্তেজনা বিরাজ করে সেটিরই প্রতিফলন দেখা গেছে এটিতে।

এদিকে এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীনের সেনারা। সে ঘটনায় ভারতের ২০ জন এবং চীনের প্রায় ৪০ জন সেনা আহত বা নিহত হয়েছিলেন। এরপর দুই বছর এমন কোনো সংঘর্ষের ঘটনার কথা শোনা যায়নি। তবে গত সপ্তাহে জানা যায়, অরুণাচলে লাঠি নিয়ে মারামারিতে জড়িয়েছিলেন তারা।