রাজধানী কমলাপুর ফুটওভার ব্রিজের পাশে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কমলাপুর ফুটওভার ব্রিজের (মুগদা হাসপাতালের পাশে) পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।
আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায়। অপরদিকে সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।
এসময় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সহকারী ক্রাইম চীফ রাজু আহমেদ নিউজ সংগ্রহ করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। ঘটনাস্থল কমলাপুর রেলওয়ে ফুটওভার ব্রিজের ঠিক নিচে হওয়ায় মুগদা থানার অধীনে হওয়ার সম্ভবনা বেশী। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম পাঠানো হয়েছে । জনমনে আতঙ্ক এবং এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে আগুন নিয়ন্ত্রনে।