এবার ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে চমকে দিয়েছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি।
সম্প্রতি বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গেয়ে শোনান তিনি। দেশের প্রেক্ষাগৃহে গত ২৯ জুলাই মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। সেসময় ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
তবে এবারই প্রথম নয়, একাধিক অনুষ্ঠানে বাংলা ভাষার জনপ্রিয় গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের এই কূটনীতিক। এক সাক্ষাৎকারে ইতো নাওকি জানিয়েছেন, রবীন্দ্র সঙ্গীত শুনতে পছন্দ করেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত গাইতেও দেখা গেছে ইতো নাওকি।
আ/জা/দৈ/আ/মা