কক্সবাজারের আওয়ামী লীগের জনসভা মঞ্চে উঠেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভা মঞ্চে ওঠেন।
মঞ্চে উঠেই সুইচ টিপে কক্সবাজারের ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। একটু পরই সেখানে বক্তব্য দেবেন সরকারপ্রধান।
এর আগে, দুপুর ১২টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর একে একে উপস্থিত হন কেন্দ্রীয় দলীয় নেতাকর্মীরা।