ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৮ বছরের ছোট শিরীষকে বিয়ে করে কটাক্ষের মুখে পড়েন ফারহা

২০০৪ সালে বিয়ে হয় ফারহা খান আর শিরীষ কুন্দরের। আট বছরের ছোট ছেলেকে বিয়ে করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি সে সময়। মালাইকা আরোরার শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ফারহা খান। জানালেন কিভাবে বয়সে আট বছরের ছোট শিরীষ কুন্দরকে বিয়ে করার জন্য তাঁকে কটাক্ষ করেছিল খুব কাছের এক বন্ধু। মলাইকাকে ফারহা প্রশ্ন করেন, ‘তুমিও তো বয়সে ছোট একজনের সঙ্গে সম্পর্কে আছ। কী ধরনের কথা শুনতে হয়েছে তোমাকে?’

প্রসঙ্গত, মালাইকা আর অর্জুন কাপুরের বয়সের পার্থক্য ১২ বছর। জবাবে মালাইকা বলেন, ‘তুমিও তো ছোট একজনকেই বিয়ে করেছ, তুমিও ভালো করেই বোঝ আমাকে কী ফেস করতে হয়। সেই টিপিক্যাল ওল্ডার উইমেন সিনড্রোম। ’

এর পরই ফরহা নিজের সেই বন্ধুর কথা বলেন। বলিউডের খ্যাতনামা পরিচালক-কোরিওগ্রাফার জানান, ‘আমার বিয়ের সময় আমার এক বন্ধুকে আরেকজন প্রশ্ন করেছিল, তুমি কি ফারহার বিয়েতে যাচ্ছ? যাতে সে জবাব দিয়েছিল, না আমি পরেরটায় যাব?’

এরপর মালাইকা নিজেও বলেন মনের কথা। জানান, ‘এটা সত্যিই সহজ না। প্রতিদিন শুনতে হয়। আর এটা মেয়েরা বয়সে বড় থাকলেই বলা হয়ে থাকে। ছেলেরা নিজেদের চেয়ে ২০-৩০ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেম করলেও সেটাকে প্রশংসার চোখে দেখা হয়। বোঝানো হয় ওই যেন রাজা…আমার অনেক কাছের মানুষদের থেকেও আমি এ রকমই ব্যবহার পেয়েছি। ’ ২০০৪ সালে পরিচালক শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারহা। ২০০৮ সালে আইভিএফের মাধ্যে জন্ম দেন তিন সন্তানের―ডিভা, আনিয়া আর সিজার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ বছরের ছোট শিরীষকে বিয়ে করে কটাক্ষের মুখে পড়েন ফারহা

আপডেট সময় ১১:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

২০০৪ সালে বিয়ে হয় ফারহা খান আর শিরীষ কুন্দরের। আট বছরের ছোট ছেলেকে বিয়ে করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি সে সময়। মালাইকা আরোরার শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ফারহা খান। জানালেন কিভাবে বয়সে আট বছরের ছোট শিরীষ কুন্দরকে বিয়ে করার জন্য তাঁকে কটাক্ষ করেছিল খুব কাছের এক বন্ধু। মলাইকাকে ফারহা প্রশ্ন করেন, ‘তুমিও তো বয়সে ছোট একজনের সঙ্গে সম্পর্কে আছ। কী ধরনের কথা শুনতে হয়েছে তোমাকে?’

প্রসঙ্গত, মালাইকা আর অর্জুন কাপুরের বয়সের পার্থক্য ১২ বছর। জবাবে মালাইকা বলেন, ‘তুমিও তো ছোট একজনকেই বিয়ে করেছ, তুমিও ভালো করেই বোঝ আমাকে কী ফেস করতে হয়। সেই টিপিক্যাল ওল্ডার উইমেন সিনড্রোম। ’

এর পরই ফরহা নিজের সেই বন্ধুর কথা বলেন। বলিউডের খ্যাতনামা পরিচালক-কোরিওগ্রাফার জানান, ‘আমার বিয়ের সময় আমার এক বন্ধুকে আরেকজন প্রশ্ন করেছিল, তুমি কি ফারহার বিয়েতে যাচ্ছ? যাতে সে জবাব দিয়েছিল, না আমি পরেরটায় যাব?’

এরপর মালাইকা নিজেও বলেন মনের কথা। জানান, ‘এটা সত্যিই সহজ না। প্রতিদিন শুনতে হয়। আর এটা মেয়েরা বয়সে বড় থাকলেই বলা হয়ে থাকে। ছেলেরা নিজেদের চেয়ে ২০-৩০ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেম করলেও সেটাকে প্রশংসার চোখে দেখা হয়। বোঝানো হয় ওই যেন রাজা…আমার অনেক কাছের মানুষদের থেকেও আমি এ রকমই ব্যবহার পেয়েছি। ’ ২০০৪ সালে পরিচালক শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারহা। ২০০৮ সালে আইভিএফের মাধ্যে জন্ম দেন তিন সন্তানের―ডিভা, আনিয়া আর সিজার।