ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে আজকাল তিনি বেশি ব্যস্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে। গত ২১ নভেম্বর আদালতের আদেশে দায়িত্বটি বুঝে পেয়েছেন এই নায়িকা।
এবার নিপুণ দিলেন নতুন এক সিনেমার খবর। যেটি তিনি নিজেই তৈরি করবেন। আর এই সিনেমাটি হবে প্রতিবন্ধীদের নিয়ে।
সোমবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান নিপুণ। মূলত ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত সিনেমা দেখেই এই বোধদয় হয় নায়িকার।
নিপুণ তার পোস্টে লেখেন, ‘আজ ইউএস অ্যাম্বাসরি আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর নির্মিত মুভিটি দেখে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি মুভি আমিও বাংলাদেশে তৈরি করব। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।’
উল্লেখ্য, সবশেষ গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় নিপুণ অভিনীত সিনেমা ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নবীন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু প্রমুখ।