ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের ‘বিরল’ সফর বেরোবিতে ১৫ বছর পর প্রভাষক পদ ফিরে দেওয়ার নির্দেশ হাইকোর্টের নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা লালমনিরহাটে কলা চাষে ঝুঁকছে চাষীরা। গরু চুরি করে ভূরিভোজন মাদারগঞ্জে সেই দম্পতিসহ তিনজনকে বিএনপি থেকে বহিষ্কার মাধবপুরে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা ও আলোচনা সভা ঈশ্বরদীতে গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহীদ। ৩০ লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত: প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে : গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাবি জাবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস

কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ উপভোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা-জাকসু ভবন সংলগ্ন স্থানে, ঢাকা কলেজ মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মাঠে জড়ো হয়েছেন শত শত ব্রাজিল সমর্থক। আনন্দ-উল্লাস, নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করছেন তারা।

ম্যাচের প্রথমার্ধে দ.কোরিয়ার বিরুদ্ধে চারটি গোল দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন দলটির সমর্থকরা।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে দেখা যায় পুরো মাঠ জুড়েই ভক্ত সমর্থকদের উল্লাস ও চিৎকারে জমজমাট পরিবেশ। কেউ নিয়ে এসেছেন ব্রাজিলের পতাকা, কেউ গায়ে জড়িয়েছেন ব্রাজিলের জার্সি। ব্রাজিলের প্রথম গোলের পর পুরো মাঠ জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস আর ভুভুজেলার শব্দে তৈরি হয় উৎসবমুখর পরিবেশের।

এদিকে বিশ্বকাপ শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-সাদা, ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সংলগ্ন স্থানে এবং বটতলায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখানে হাজারো সমর্থক বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করছেন।

ব্রাজিলের ম্যাচটি উপভোগ করতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রাজিল সমর্থক মিজানুর রহমান  বলেন, ‘আমরা ব্রাজিলের শৈল্পিক খেলা দেখতে এসেছি। আজকের খেলায় ব্রাজিল বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে যাবে আশাবাদী। ব্রাজিল অপ্রতিরোধ্য, ব্রাজিলের জয়রথ থামানোর শক্তি কারও নেই। ব্রাজিল থামবে একমাত্র এবারের বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে।’

আরেক সমর্থক আনিকা সুবাহ্ বলেন,’ব্রাজিল হেক্সা মিশন পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই স্বাক্ষী হতে উদগ্রীব আমরা। ব্রাজিল ভালো খেলবে এবং তার কোটি সমর্থকের মনের আশা পূরণ করবে।’

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ উপভোগ করতে রাজধানীর ঢাকা কলেজের মাঠে উপস্থিত হন কয়েকশ মানুষ। ইনজুরি কাটিয়ে দলে নেইমার ফেরায় উল্লাস প্রকাশ করেন তারা।

ঢাকা কলেজ মাঠে খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থক তারেক আজিজ নেইমারের ফেরা সম্পর্কে বলেন, ‘ব্রাজিল জিতবে তাতে কোন সন্দেহ নেই। ইতিহাস পর্যালোচনা করে বলা যায়, ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান কখনোই ভালো ছিল না। এখন পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে তারা। তারপরও সহজভাবে অবশ্যই দেখার কোন সুযোগ নেই। বড় কথা হলো নেইমার ফিরে আসায় সবাই আত্মবিশ্বাসী হয়ে খেলবে ফলে জেতার সম্ভাবনা বহুগুণে বেড়েছে।’

আসাদুল্লাহ গালিব নামের আরেক সমর্থক বলেন, ‘আজ ব্রাজিল তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে। নেইমার ইনজুরি থেকে ফিরে এসেছে এটাই সব থেকে বড় ব্যাপার। নেইমারকে পেয়ে পুরো দল উজ্জীবিত। জয় নিয়েই মাঠ ছাড়বে তিতে বাহিনী।’

প্রসঙ্গত, এবার কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচেই ঘটে বড় অঘটন। সার্বিয়ার বিপক্ষে ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়ে হাসপাতালে যেতে হয় নেইমারকে। সেখানে পর্যবেক্ষণ শেষে জানানো হয়েছিলো, শুধু গ্রুপ পর্বই নয় বরং পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। কিন্তু তিনি রাউন্ড ষোলর ম্যাচেই ফিরে এসেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের ‘বিরল’ সফর

ঢাবি জাবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস

আপডেট সময় ০৮:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ উপভোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা-জাকসু ভবন সংলগ্ন স্থানে, ঢাকা কলেজ মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মাঠে জড়ো হয়েছেন শত শত ব্রাজিল সমর্থক। আনন্দ-উল্লাস, নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করছেন তারা।

ম্যাচের প্রথমার্ধে দ.কোরিয়ার বিরুদ্ধে চারটি গোল দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন দলটির সমর্থকরা।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে দেখা যায় পুরো মাঠ জুড়েই ভক্ত সমর্থকদের উল্লাস ও চিৎকারে জমজমাট পরিবেশ। কেউ নিয়ে এসেছেন ব্রাজিলের পতাকা, কেউ গায়ে জড়িয়েছেন ব্রাজিলের জার্সি। ব্রাজিলের প্রথম গোলের পর পুরো মাঠ জুড়ে সমর্থকদের উচ্ছ্বাস আর ভুভুজেলার শব্দে তৈরি হয় উৎসবমুখর পরিবেশের।

এদিকে বিশ্বকাপ শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-সাদা, ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সংলগ্ন স্থানে এবং বটতলায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখানে হাজারো সমর্থক বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করছেন।

ব্রাজিলের ম্যাচটি উপভোগ করতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রাজিল সমর্থক মিজানুর রহমান  বলেন, ‘আমরা ব্রাজিলের শৈল্পিক খেলা দেখতে এসেছি। আজকের খেলায় ব্রাজিল বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে যাবে আশাবাদী। ব্রাজিল অপ্রতিরোধ্য, ব্রাজিলের জয়রথ থামানোর শক্তি কারও নেই। ব্রাজিল থামবে একমাত্র এবারের বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে।’

আরেক সমর্থক আনিকা সুবাহ্ বলেন,’ব্রাজিল হেক্সা মিশন পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই স্বাক্ষী হতে উদগ্রীব আমরা। ব্রাজিল ভালো খেলবে এবং তার কোটি সমর্থকের মনের আশা পূরণ করবে।’

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ উপভোগ করতে রাজধানীর ঢাকা কলেজের মাঠে উপস্থিত হন কয়েকশ মানুষ। ইনজুরি কাটিয়ে দলে নেইমার ফেরায় উল্লাস প্রকাশ করেন তারা।

ঢাকা কলেজ মাঠে খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থক তারেক আজিজ নেইমারের ফেরা সম্পর্কে বলেন, ‘ব্রাজিল জিতবে তাতে কোন সন্দেহ নেই। ইতিহাস পর্যালোচনা করে বলা যায়, ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান কখনোই ভালো ছিল না। এখন পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে তারা। তারপরও সহজভাবে অবশ্যই দেখার কোন সুযোগ নেই। বড় কথা হলো নেইমার ফিরে আসায় সবাই আত্মবিশ্বাসী হয়ে খেলবে ফলে জেতার সম্ভাবনা বহুগুণে বেড়েছে।’

আসাদুল্লাহ গালিব নামের আরেক সমর্থক বলেন, ‘আজ ব্রাজিল তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে। নেইমার ইনজুরি থেকে ফিরে এসেছে এটাই সব থেকে বড় ব্যাপার। নেইমারকে পেয়ে পুরো দল উজ্জীবিত। জয় নিয়েই মাঠ ছাড়বে তিতে বাহিনী।’

প্রসঙ্গত, এবার কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচেই ঘটে বড় অঘটন। সার্বিয়ার বিপক্ষে ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়ে হাসপাতালে যেতে হয় নেইমারকে। সেখানে পর্যবেক্ষণ শেষে জানানো হয়েছিলো, শুধু গ্রুপ পর্বই নয় বরং পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। কিন্তু তিনি রাউন্ড ষোলর ম্যাচেই ফিরে এসেছেন।