গতকাল বিকেলে কুষ্টিয়াি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চড়পাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত জাতের মসলা চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান
যিনি মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, উপজেলা উপসহকারী কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে সরেজমিনে চাষ পদ্ধতি প্রদর্শন করেন এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান
উপজেলা উপসহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এ সময় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং উন্নত মানের বীজ, সার ও অন্যান্য সহায়তা প্রদানের কথা বলা হয়। বক্তারা বলেন, উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মসলা উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং দেশীয় বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসের এই আয়োজন কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং তারা উন্নত জাতের মসলা চাষে উৎসাহিত হয়েছেন।