যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসমাবেশকে ঘিরে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। জনসভাস্থলে ৫ স্তরের এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলা বা কোনো রকম ব্যর্থতায় পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ফিরোজ কবীর ঢঅকা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, “জনসভাস্থলে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়েছে। পুরো যশোর জেলার ৮ উপজেলা গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। বিভিন্ন স্তরে চৌকস অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করছেন।”
যশোর জেলা পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপি সরকার বলেন, “প্রধানমন্ত্রীর জন্য ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি প্রস্তুত রাখা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে কয়েকশো তল্লাশি চৌকি বসানো হয়েছে। কয়েকটি ডগ স্কোয়াড টিমও কাজ করছে। ৫ স্তরের বাইরেও গুগল ও স্যাটেলাইট সহায়তা নিয়েও নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত জেলা জুড়ে রাস্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।”
বৃহস্পতিবার যশোরে প্রধানমন্ত্রীর জনসমাবেশে যদি কোনো পুলিশ সদস্য দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো যশোর জেলা ইতোমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করছেন।”