কানাডার টরন্টোতে প্রকৌশলী মুনতাসির মামুনের ‘পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরন্টো’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে এ প্রকাশনা উৎসব হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। গ্রন্থ নিয়ে আলোচনা করেন লেখক ও অনুবাদক ফারহানা আজিম শিউলি।
জানা গেছে, মুনতাসির মামুন একজন সাইকেল পরিব্রাজক ও পর্বতারোহী। পৃথিবীর ছয়টি মহাদেশে তিনি সাইকেলে ভ্রমণ করেছেন। পেশাগত জীবনে প্রকৌশলী মামুন সাইকেল চালিয়ে ২০১৪ সালে তার বন্ধু সারাহ জেন সল্টমার্শসহ ৯৪ দিনে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে টরন্টোতে এসেছিলেন। তাদের সেই ভ্রমণ বৃত্তান্ত উপস্থাপিত হয়েছে এ গ্রন্থে। ২৯২ পৃষ্ঠার বইটি বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে গত অক্টোবর মাসে প্রকাশিত হয়।
প্রকাশনা উৎসবে গ্রন্থটির মূল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ফারহানা আজিম শিউলি এমন একটি গ্রন্থ লেখার জন্য মুনতাসির মামুনের প্রশংসা করেন। ফারহানা আজিম শিউলি গভীর বিশ্লেষণের সঙ্গে গ্রন্থটি উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন।
প্রকাশনা উৎসবে লেখক মুনতাসির মামুন তার এ ভ্রমণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং উপস্থিত দর্শকদের সঙ্গে তার ভ্রমণ এবং গ্রন্থ নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী মুনতাসির মামুনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মামুনের এ কাজ বাংলা ভ্রমণ সাহিত্যে এক অনবদ্য সংযোজন হয়ে রইলো।