বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর সকাল ১০টায়।
সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের কার্যক্রম শুরু হয়েছে । সম্মেলন সফল করার লক্ষ্যে আজফার সৈয়দ ফেরদৌসকে চেয়ারম্যান ও সোলায়মান তালুতকে আহ্বায়ক করে ১১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সুভাষ রায় এবং রানা সুলতানা, সদস্য ড. মমতাজ মমতা, ওমর হায়াৎ, জয় দাশ, অদিতি জহির, শ্রীবাস দে, শিউলী জাহান এবং কাবেরী দত্ত।
উদীচীর সদস্যপদ গ্রহণ বা সদস্যপদ নবায়নে আগ্রহীদের সভাপতি সুভাষ দাশ (৬৪৭ ৯৬৫ ৪৭৪৭), অথবা সাধারণ সম্পাদক মিনারা বেগমের (৪১৬ ৮৫৬ ১২৪০) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।