কুমিল্লার দেবীদ্বারে চান্দিনা রোডের নবিয়াবাদ এলাকায় ডাকাতের উপদ্রপ আবারো বেড়ে গেছে।
গত কয়েক বছর পূর্বে দেবীদ্বার পুলিশিং কমিটির এক নেতার শর্টগানের গুলিতে এক ডাকাত খুন হওয়ার পর বেশ কয়েক বছর নবিয়াবাদ টাউক্কার মার পুলের কাছ থেকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত ডাকাতি বন্ধ ছিল। সম্প্রতি এ রোডে চুরি, ছিনতাই,ডাকাতি বেড়ে গেছে বলে শুনাযাচ্ছে।
দেবীদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ মোশারফ হোসেন নামে ডাকাত দলের এক সদস্যকে উপজেলার নবিয়াবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।