পটুয়াখালীতে তীব্র তাপদাহতায় করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৩ জুন) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স কক্ষে ইউনিসেফ এর সহযোগিতায় সিভিল সার্জন অফিস পটুয়াখালীর আয়োজনে তীব্র তাপদাহতায় করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা।
কর্মশালায় তাপদাহতায় ক্ষতি এবং তীব্র তাপদাহ থেকে রক্ষায় করনীয় বিষয় সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল। আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ এ.এফ.এম আরাফাত, জেলার সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, বাউফল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মারিয়াম আক্তার জলি, সহকারী রেজিস্ট্রার ডাঃ সেলিনা রহমান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ তাসমিয়া শাওসাবিল ও ইউনিসেফ এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রিপন কুমার দাস প্রমুখ।
এ কর্মশালায় সকল উপজেলার ইউএইচএফপি, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ইয়ুথ গ্রুপ সদস্য ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।