পটুয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যান তহবিল থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরে পটুয়াখালীর ২৪টি যুব সংগঠন সমূহের মধ্যে ১২ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামীমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব সংগঠকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ খান, উচ্চমান সহকারী কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিনসহ অনুদান প্রাপ্ত যুব সংগঠন সমূহের সভাপতি ও সভানেত্রীগণ। প্রতি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে ২৩টি সংগঠনকে ১১ লাখ ৫০ হাজার টাকা ও কালিকাপুর যুব মহিলা কল্যান সমিতি নামের একটি সংগঠনে বিশেষ অনুদান হিসেবে প্রাপ্ত ৭৫ হাজার টাকা মোট ১২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে বলে যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক ওবায়েদুল ইসলাম বাদল নিশ্চিত করেছেন।