কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ভিংলাবাড়ীতে চাঞ্চল্যকর বিধবা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা মামলার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আল আমিন (৩৪) গ্রেফতার হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ জুন ২০২৪ ইং তারিখ রাতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পবনকল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব -১১ সিপিসি-২ কুমিল্লা এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১০ সালের ০৩ মার্চ রাতে বিধবা মহিলা আনোয়ারা বেগম নিজ শয়নকক্ষে ঘুমাতে গেলে পরবর্তী দিন সকালে তার মৃতদেহ খাটের উপরে পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আসামী আল আমিনের নামে মৃত্যুদন্ডের সাজা পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারকৃত আসামী আল আমিন প্রাথমিক অনুসন্ধানে হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। হত্যাকান্ডের পর থেকে বিভিন্ন সময়ে সে বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিল। বর্তমানে তার বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।