ইপিজেড থানা পুলিশ কর্তৃক অসামাজিক কাজে লিপ্ত থাকায় ০১(এক) জন নারী ও ০১(এক) জন পুরুষকে গ্রেফতার
এসআই রাবিকুল আবেদীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ (দিবা) ডিউটিতে নিয়োজিত থাকা কালীন গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নাছির উদ্দিন (৪৭) ও সাকিরা আক্তার (২৯)দ্বয়দের অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকাকালিন অবস্থায় গ্রেফতার করেন।আসামীদ্বয়দের পুলিশ স্কটের মাধ্যমে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ ১। মোঃ নাছির উদ্দিন (৪৭), পিতা-মৃত সেকান্দার আলী হাওলাদার, মাতা-সেতারা বেগম, সাং-কেশবপুর, পোঃ কেশবপুর কলেজ, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমানে-কলসী দিঘীর পাড়, নেছার কলোনী, ২য় তলাম রুম নং-৭, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
২। সাকিরা আক্তার (২৯), পিতা- মোঃ সহিদুল ইসলাম, মাতা-খাদিজা বেগম, সাং-দেররা, পোঃ-বলাখাল, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে- আকমল আলী রোড, ইকবাল বিল্ডিং, ২য় তলা, রুম নং-১৭, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।