ভিসা জটিলতায় পড়ে দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে যেতে পারলেন না মোহাম্মদ আমির। গতকাল ডাবলিনের উদ্দেশে দেশছাড়ে বাবর আজমের পাকিস্তান দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপরে যাবে ইংল্যান্ডে, সেখানে তাদের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর বিশ্বকাপে যাবে বাবরের দল। সূত্র ইএসপিএনক্রিকইনফো।
পিসিবির এক কর্মকর্তার বরাতে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের অন্য সবার সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। তবে দলের অন্য সবাই ভিসা পেলেও আমির পাননি। তাই সবাই গতকাল ডাবলিনের উদ্দেশে দেশ ছাড়লেও রয়ে গেছেন আমির।
ক্রিকইনফো জানিয়েছে, আমির ঠিক কখন ভিসা পেতে পারেন, সেটিও নিশ্চিত নয়। পাকিস্তান ম্যানেজমেন্টের অংশ মোহাম্মদ ইউসুফের ভিসা অনুমোদন হয়েছে দেরিতে, তবে সময়মতো ভিসা পেয়ে দলের সঙ্গে ডাবলিনে যেতে পেরেছেন তিনি। আমির ভিসা চেয়ে আবেদন করেছেন দেরিতে, সেটি ঠিক নয়।
ক্রিকইনফোক আরও জানিয়েছেন, সময়মতো ভিসা পাওয়ার বিষয়টি হোস্ট ক্রিকেট বোর্ডের দায়িত্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজটি শুরু হবে ১০ মে, শেষ ১৪ মে। সিরিজটি খুব সংক্ষিপ্ত হওয়ায় আমিরের এখন আয়ারল্যান্ড সিরিজ খেলা নিয়েই শঙ্কা জেগেছে।
এ বিষয়ে পিসিবি জানিয়েছে, দলের অন্য সবার সঙ্গেই ভিসা আবেদন করেছেন আমির। এ সমস্যা সমাধানের জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি।
আয়ারল্যান্ড সফর শেষে পাকিস্তান যাবে ইংল্যান্ডে। সেখানে তাদের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর বাবর আজমের দল যাবে বিশ্বকাপ খেলতে।
উল্লেখ্য, চার বছর পর অবসর ভেঙে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন আমির। ৩২ বছর বয়সি এই পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন নিয়ে আবার পাকিস্তানের জার্সি গায়ে তুলেছেন।