গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ।
শুক্রবার বার্লিন সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেট জানিয়েছিলেন, স্কোলজ প্রথমে শনিবার জর্ডানে এর পর দিন রোববার ইসরাইলে যাবেন। খবর আনাদোলু এজেন্সি, ইয়েনি সাফাক।
জর্ডানে পৌঁছানোর পর রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর। রোববার তিনি ইসরাইলে পৌঁছলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
ইসরাইল সফরকলে স্কোলজ দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
যদিও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা এখনো করা হয়নি।
জার্মান সরকারের মুখপাত্র হেবেস্ট্রিট বলেছেন, দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান উন্নয়ন, ভুক্তভোগী জনসংখ্যার জন্য ত্রাণ এবং সংকট এলাকার সাধারণ পরিস্থিতি।
শুক্রবার বার্লিনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার বলেন, ‘বাস্তবতা হলো— যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা ইসরাইলকে গাজা উপত্যকায় অতিরিক্ত সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানাই।’
বৃহস্পতিবারও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গাজায় চরম মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছেন।