ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে ইসরাইলের সিরিজ বিমান হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়ালো ১২০০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ জনে।
গণমাধ্যমের প্রতিবেদনে হয়, গেলএক ঘণ্টায় গাজায় ইসরাইলি বিমান হামলার পর কমপক্ষে ৫১ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরো ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও সাড়ে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরাইলের বিধ্বংসী বোমা হামলা অব্যাহত থাকায় গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই অবরুদ্ধ ভূখণ্ডে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে। সূত্র: আল জাজিরা, বিবিসি