ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা আটক-২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের যুবলীগ নেতা এমদাদ চৌধুরী (৪০)পিতা শামসুল হক চৌধুরী, বর্তমান যুবলীগ কর্মী আব্রাহাম চৌধুরী(৩৪) পিতা: কবির চৌধুরী, নৌ পুলিশের করা মামলায় জেলহাজতে।

জানা যায়, গত ০৯-১০-২০২২ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম নায়েক,মোঃ ছগির হোসেন,মোঃ রাকিব হোসেন,মোঃ রিয়াজ হোসেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০২২ মূলে মুন্নী ইসলাম উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহানউদ্দিন থানা,আলী আহম্মদ উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহানউদ্দিন, ভোলা দ্বয়ের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা কালীল সময় বেলা ৩ টা ৩৫ মিনিটের সময় মির্জাকালু মাছ ঘাটে ফেলিয়া রাখা অবৈধ কারেন্ট জাল অনুমান ১,৫০,০০০/ হাজার মিটার জাল সহ ২ জনকে আটক করে, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরে ১০০০, হাজার টাকা করে ২০০০/ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

আরও অভিযান পরিচালনা করার জন্য বোরহানউদ্দিন থানাধীন সুধারামপুর গ্রামস্থ সুলিজ খালের বেড়ীবাঁধ কোনায় পৌছাইলে খালের পারে ফেলে রাখা অবৈধ কারেন্ট জাল অনুমান ৫০ হাজার মিটার জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় উঠানোর সময় ১।এমদাদ চৌধুরী (৪০)পিতা শামসুল হক চৌধুরী, ২।আব্রাহাম চৌধুরী(৩৪) ৩। শাখাওয়াত পাটোয়ারী(৪৫) পিতা নাগর পাটোয়ারী সর্ব সাং হাসান নগর, ৪। সুৃমন (৩৫)পিতা শাজাহান, সং আলম চৌধুরী বাজার,৫।হারুন (৩৫) পিতা- রফিকুল ইসলাম, সাং দালালপুর, বোরহানউদ্দিন, ভোলা। ৬।আইয়ুব (৩৫) পিতা – শাহেআলম সাং – সোনাপুর ৮ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ৭। ইউসুফ মাঝি(৩৮) পিতা -অজ্ঞাত, সাং- বেড়ীবাঁধ সোনাপুর, ৮। আব্বাস মাঝি পিতা- অজ্ঞাত সাং- সোনাপুর ৯। আরিফ (৩৫) পিতা- সিরাফ সাং- সোনাপুর ৮ নং ওয়ার্ড। ১০।আলাউদ্দিন (৩৫)পিতা- কাজল, সাং- সোনাপুর, ১১।আলাউদ্দিন (৩২) আনিছল হক মাঝি, উভয় সা-সোনাপুর ৭ নং ওয়ার্ড।

১২। নুরনবী(৪৮) পিতা শাহে আলম, ১৩।মনির(২৬) পিতা- আদম আলী উভয় সাং- সোনাপুর ৬ নং ওয়ার্ড,১৪।কালাম মাঝি(৪৫) পিতা- গেদু মাঝি সাং-সোনাপুর, তজুমদ্দিন, ভোলা, অনুমান ৬০/৭০ জন জেলে একতাবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে নৌকায় থাকা ১,০০,০০০/( এক লাখ) হাজার মিটার জাল টানা হেঁচড়া করে নিয়ে যায়।

যার বর্তমান মূল্য ৩০ লক্ষ টাকা। জাল নেওয়ার সময় পুলিশকে লক্ষ করে, আসামীদের হাতে থাকা ইট পাটকেল নিক্ষেপ করেন। তখন নৌ পুলিশের ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ঘটনাস্হল ত্যাগ করি। পরে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই তাফস কুমার বাদী হয়ে ১৪ জনকে আসামী করে এবং ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে। (এক লক্ষ) মিটার কারেন্ট জাল নিয়ে যাওয়ায় উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাত নামা ৬০/৭০ জন আসামীগনের পনেল।

কোড-১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/৩৭৯ ধারায় অপরাধ করে। আমাদের সাথে থাকা, সাংবাদিকদের ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাত আসামীদেরকে চিহ্নিত করা হবে। সরেজমিনে গিয়ে আরও জানা যায় – আব্রাহাম চৌধুরী হাসান নগর ইউনিয়ন এর সাবেক ছাত্রদলের সদস্য ছিলেন, বর্তমানে তাকে দলের নিয়মকানুন মেনে না চালায় তাকে দল থেকে বহিষ্কার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা আটক-২

আপডেট সময় ১০:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের যুবলীগ নেতা এমদাদ চৌধুরী (৪০)পিতা শামসুল হক চৌধুরী, বর্তমান যুবলীগ কর্মী আব্রাহাম চৌধুরী(৩৪) পিতা: কবির চৌধুরী, নৌ পুলিশের করা মামলায় জেলহাজতে।

জানা যায়, গত ০৯-১০-২০২২ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম নায়েক,মোঃ ছগির হোসেন,মোঃ রাকিব হোসেন,মোঃ রিয়াজ হোসেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০২২ মূলে মুন্নী ইসলাম উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহানউদ্দিন থানা,আলী আহম্মদ উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহানউদ্দিন, ভোলা দ্বয়ের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা কালীল সময় বেলা ৩ টা ৩৫ মিনিটের সময় মির্জাকালু মাছ ঘাটে ফেলিয়া রাখা অবৈধ কারেন্ট জাল অনুমান ১,৫০,০০০/ হাজার মিটার জাল সহ ২ জনকে আটক করে, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরে ১০০০, হাজার টাকা করে ২০০০/ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

আরও অভিযান পরিচালনা করার জন্য বোরহানউদ্দিন থানাধীন সুধারামপুর গ্রামস্থ সুলিজ খালের বেড়ীবাঁধ কোনায় পৌছাইলে খালের পারে ফেলে রাখা অবৈধ কারেন্ট জাল অনুমান ৫০ হাজার মিটার জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় উঠানোর সময় ১।এমদাদ চৌধুরী (৪০)পিতা শামসুল হক চৌধুরী, ২।আব্রাহাম চৌধুরী(৩৪) ৩। শাখাওয়াত পাটোয়ারী(৪৫) পিতা নাগর পাটোয়ারী সর্ব সাং হাসান নগর, ৪। সুৃমন (৩৫)পিতা শাজাহান, সং আলম চৌধুরী বাজার,৫।হারুন (৩৫) পিতা- রফিকুল ইসলাম, সাং দালালপুর, বোরহানউদ্দিন, ভোলা। ৬।আইয়ুব (৩৫) পিতা – শাহেআলম সাং – সোনাপুর ৮ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ৭। ইউসুফ মাঝি(৩৮) পিতা -অজ্ঞাত, সাং- বেড়ীবাঁধ সোনাপুর, ৮। আব্বাস মাঝি পিতা- অজ্ঞাত সাং- সোনাপুর ৯। আরিফ (৩৫) পিতা- সিরাফ সাং- সোনাপুর ৮ নং ওয়ার্ড। ১০।আলাউদ্দিন (৩৫)পিতা- কাজল, সাং- সোনাপুর, ১১।আলাউদ্দিন (৩২) আনিছল হক মাঝি, উভয় সা-সোনাপুর ৭ নং ওয়ার্ড।

১২। নুরনবী(৪৮) পিতা শাহে আলম, ১৩।মনির(২৬) পিতা- আদম আলী উভয় সাং- সোনাপুর ৬ নং ওয়ার্ড,১৪।কালাম মাঝি(৪৫) পিতা- গেদু মাঝি সাং-সোনাপুর, তজুমদ্দিন, ভোলা, অনুমান ৬০/৭০ জন জেলে একতাবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে নৌকায় থাকা ১,০০,০০০/( এক লাখ) হাজার মিটার জাল টানা হেঁচড়া করে নিয়ে যায়।

যার বর্তমান মূল্য ৩০ লক্ষ টাকা। জাল নেওয়ার সময় পুলিশকে লক্ষ করে, আসামীদের হাতে থাকা ইট পাটকেল নিক্ষেপ করেন। তখন নৌ পুলিশের ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ঘটনাস্হল ত্যাগ করি। পরে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই তাফস কুমার বাদী হয়ে ১৪ জনকে আসামী করে এবং ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে। (এক লক্ষ) মিটার কারেন্ট জাল নিয়ে যাওয়ায় উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাত নামা ৬০/৭০ জন আসামীগনের পনেল।

কোড-১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/৩৭৯ ধারায় অপরাধ করে। আমাদের সাথে থাকা, সাংবাদিকদের ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাত আসামীদেরকে চিহ্নিত করা হবে। সরেজমিনে গিয়ে আরও জানা যায় – আব্রাহাম চৌধুরী হাসান নগর ইউনিয়ন এর সাবেক ছাত্রদলের সদস্য ছিলেন, বর্তমানে তাকে দলের নিয়মকানুন মেনে না চালায় তাকে দল থেকে বহিষ্কার করেন।