রাজধানীর বংশাল থানার আলু বাজার পুকুরপাড় এলাকায় বাবার সাথে অভিমান করে হারপিক পানে প্রদীব শীল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাসুদেবপুর গ্রামে।
মৃত প্রদীপ শীলের বাবা বাসুদেব শীল ঢাকা পোস্টকে বলেন, আমি ও আমার ছেলে এক সেলুনের দোকানে কাজ করি। গতকাল দুপুরে সামান্য বিষয় নিয়ে তার সাথে রাগারাগি হয়। তারপর সে সবার অজান্তে হারপিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নিয়ে আসি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানা পুলিশকে জানিয়েছি।