চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি (টপ সয়েল) কাটার দায়ে ৪ জনের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
এতে দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।