ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব

একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী এ আয়োজনের। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি সিনেমা দেখানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান কিশওয়ার কামাল।

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘মাদারলেস’ (ইরান), ‘জেন্দেগি ভা জেন্দেগি’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলী ঘাভিতান (ইরান)। ‘নাকোডো ম্যাচমেকারস’ (ম্যারেজ কাউন্সেলর) সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে (জাপান), সেরা অভিনেত্রী কেতকী নারায়ণ (প্রপেদা, ভারত), ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার পেয়েছেন অনীক দত্ত (ভারত) এবং পোডেলনিকি (দ্য রায়ট) সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতেছেন আর্টিওম আনিসিমভ (রাশিয়া)।

এছাড়া বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার পেয়েছে ‘সাতাঁও’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার জিতেছে ‘কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন’, প্রথম রানার আপ ‘হাঘরে’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘কৃষ্ণপক্ষ’। এবারের উৎসবে বিশেষ অডিয়েন্স পুরস্কার বিজয়ী হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জে কে ১৯৭১’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব

আপডেট সময় ১১:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী এ আয়োজনের। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি সিনেমা দেখানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান কিশওয়ার কামাল।

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘মাদারলেস’ (ইরান), ‘জেন্দেগি ভা জেন্দেগি’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলী ঘাভিতান (ইরান)। ‘নাকোডো ম্যাচমেকারস’ (ম্যারেজ কাউন্সেলর) সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে (জাপান), সেরা অভিনেত্রী কেতকী নারায়ণ (প্রপেদা, ভারত), ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার পেয়েছেন অনীক দত্ত (ভারত) এবং পোডেলনিকি (দ্য রায়ট) সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতেছেন আর্টিওম আনিসিমভ (রাশিয়া)।

এছাড়া বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার পেয়েছে ‘সাতাঁও’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার জিতেছে ‘কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন’, প্রথম রানার আপ ‘হাঘরে’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘কৃষ্ণপক্ষ’। এবারের উৎসবে বিশেষ অডিয়েন্স পুরস্কার বিজয়ী হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জে কে ১৯৭১’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।