জমির দলিলে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়কালে এক দলিল লেখককে সাময়িকভাবে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটক হওয়া এই দলিল লেখকের নাম ফোরকান উদ্দিন। প্রশাসনিক কিংবা বিভাগীয় ব্যবস্থা নেওয়া সুপারিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে ওই অভিযান চালানো হয়। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক সূত্রে আরও জানা যায়, কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক ফোরকান উদ্দিনের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের সাথে যোগসাজশপূর্বক নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি টিম অভিযান চালায়।
আগের একটি অভিযোগের প্রেক্ষিতে এই দলিল লেখকের সনদ আগেই স্থগিত হয়েছিল। গত ১৮ অক্টোবর সেটা প্রত্যাহার হওয়ার পর তিনি কাজে ফিরেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলিল প্রতি অতিরিক্ত ২২০০ থেকে ২৫০০ টাকা নিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এছাড়া আজ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।