রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ভাটারা থানা এলাকার প্রগতি সরণিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।
তিনি বলেন, নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক অক্ষত আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ভিক্টর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।