ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমার মুসল্লিদের জন্য ১১টি ‘ফ্রি হেলথ বুথ’

চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। এ পর্বে ৮ হাজারের বেশি বিদেশি মেহমানের পাশাপাশি লাখ লাখ বাংলাদেশি মুসল্লি অংশ নিয়েছেন। 

ইজতেমায় আসা এ মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১১টি হেলথ বুথ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেগুলো থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও।

শনিবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বুথে আসা বেশিরভাগ ডায়রিয়া এবং জ্বরের ওষুধ নিচ্ছেন। ফ্রি ওষুধ নিতে দীর্ঘ লাইন থাকলেও মুসল্লিদের মুখে শুকরিয়ার ছাপ দেখা গেছে৷

প্রাথমিকভাবে এসব বুথ থেকে ওমিপ্রাজল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোস্কিসিলিন, ওরাল স্যালাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে৷

সিলেট থেকে ইজতেমার ময়দানে আসা কুতুব আলী বলেন, আমি ডায়রিয়ার ওষুধ নিতে এসেছি৷ লাইন অনেক বড়, তাই একটু কষ্ট হচ্ছে। তবে বিনামূল্যে ওষুধ পেয়ে ভালো লাগছে৷

ইজতেমার হেলথ বুথে চিকিৎসা নিতে আসা ফয়সাল মিয়া বলেন, ওষুধ নিতে লাইনে দাঁড়িয়েছি৷ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে জেনে ভালো লাগছে। তবে দীর্ঘ লাইন থাকায় বৃদ্ধদের কিছুটা সমস্যা হচ্ছে।

জানতে চাইলে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারেক হাসান  বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফ্রি মেডিকেল বুথে আমাদের মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ফার্মাসিস্টের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রোগীরা জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের চিকিৎসা পাচ্ছেন। তবে অবস্থা বুঝে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইজতেমার মুসল্লিদের জন্য ১১টি ‘ফ্রি হেলথ বুথ’

আপডেট সময় ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। এ পর্বে ৮ হাজারের বেশি বিদেশি মেহমানের পাশাপাশি লাখ লাখ বাংলাদেশি মুসল্লি অংশ নিয়েছেন। 

ইজতেমায় আসা এ মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১১টি হেলথ বুথ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেগুলো থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও।

শনিবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বুথে আসা বেশিরভাগ ডায়রিয়া এবং জ্বরের ওষুধ নিচ্ছেন। ফ্রি ওষুধ নিতে দীর্ঘ লাইন থাকলেও মুসল্লিদের মুখে শুকরিয়ার ছাপ দেখা গেছে৷

প্রাথমিকভাবে এসব বুথ থেকে ওমিপ্রাজল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোস্কিসিলিন, ওরাল স্যালাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে৷

সিলেট থেকে ইজতেমার ময়দানে আসা কুতুব আলী বলেন, আমি ডায়রিয়ার ওষুধ নিতে এসেছি৷ লাইন অনেক বড়, তাই একটু কষ্ট হচ্ছে। তবে বিনামূল্যে ওষুধ পেয়ে ভালো লাগছে৷

ইজতেমার হেলথ বুথে চিকিৎসা নিতে আসা ফয়সাল মিয়া বলেন, ওষুধ নিতে লাইনে দাঁড়িয়েছি৷ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে জেনে ভালো লাগছে। তবে দীর্ঘ লাইন থাকায় বৃদ্ধদের কিছুটা সমস্যা হচ্ছে।

জানতে চাইলে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারেক হাসান  বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফ্রি মেডিকেল বুথে আমাদের মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ফার্মাসিস্টের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রোগীরা জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের চিকিৎসা পাচ্ছেন। তবে অবস্থা বুঝে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে৷