ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি জানুয়ারি মাসেই পাঁচ জনের মৃত্যু হলো। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন এবং ঢাকার বাইরে ৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন এবং ঢাকার বাইরে ৪১ জন।
জানুয়ারি মাসে ৪৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬৮ জন, ঢাকার বাইরে ১৮৫ জন।