চাঁদপুরের হাইমচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাথা থেঁতলে রাকিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার চরভাঙ্গা গ্রামে কালাচকিদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটওয়ারীর ছেলে। সে ২৮ নং চরবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন চৌধুরী জানান, রাকিব বাড়ির পাশের দোকান থেকে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় চাঁদপুর-চরভৈরবী হাইওয়ে সড়কে চরভৈরবী থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ভ্যানটির চাকার সঙ্গে শিশুটির মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।