রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে (১৭ জানুয়ারি) র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকার গাজী সিরাজুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার(এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।