কুমিল্লার তেলেগুনা এলাকায় খেলার সময় একটি অটোরিকশা উল্টে বর্ণ দাস (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অটোরিকশা উল্টে আহত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত শিশুর বাবা শিপু দাস বলেন, আজ দুপুরে বাড়ির পাশে আমার ছেলেসহ আরও কয়েকজন শিশু খেলাধুলা করছিল। সেখানে এক অটোরিকশা চালক তার অটোরিকশাটি রেখে পাশের দোকানে নাশতা করতে গিয়েছিলেন। এসময় শিশুরা খেলার ছলে অটোরিকশাটি ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
শিশু বর্ণ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বাবা শিপু দাস ব্যবসায়ী এবং মা নার্স। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার তুলাতলী গ্রামে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে।