স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসায় অনুদানের আস্তার প্রতিক এবং গরীব ও দুঃখী অসহায় মানুষের পাশে যিনি সব সময় দাঁড়ান তিনি হলেন আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (দুলাল) কাউন্সিলর ৩৭নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, সদস্য সচিব, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ গাজীপুর মহানগর, কো-অপ্ট সদস্য, শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়।
তিনি ৩৭নং ওয়ার্ডের উন্নয়ন মূলক করেছেন সফলভাবে, কাজের কিছু অংশ বিশেষ হচ্ছে- ১। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে শুরু করে চান্দরা চৌরাস্তা পর্যন্ত (বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ড়ক) ড্রেন সহ আর সিসি রাস্তা, ২। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে শুরু করে মুনলাইট স্কুল হয়ে মুনলাইট চান্দরা সড়ক পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৩। কুনিয়া সুলতান মার্কেট হতে শুরু করে চান্দরা রাহমানিয়া ফাজিল মাদ্রাসা পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৪। চান্দরা মাদ্র্রাসা সড়কে সুলতান মার্কেট হইতে রু করে মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল হয়ে গাছা রোড পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৫। কুনিয়া সুলতান মার্কেট হতে শুরু করে ব্লু-স্কাই স্কুল হয়ে হাজী আমিন উদ্দিন এর মার্কেট পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৬। কুনিয়া সরকার মার্কেট হতে শুরু করে প্রতিভা লিটল ফ্লাওয়ার স্কুল হয়ে মোল্লা মার্কেট পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৭। তালেব মার্কেট হতে শুরু করে সুখীনগর পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৮। চান্দরা মাদ্রাসা হতে শুরু সিফারত খান সড়কে কবির মার্কেট পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ৯। গাছা রোড হতে শুরু করে হাজী বাড়ী জামে মসজিদ পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ১০। মোতালেব মার্কেট হতে শুরু করে কাশেম এর বাড়ী পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তা, ১১। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে শুরু করে শহীদ আহসান উল্লাহ মাস্টার সড়ক হয়ে সুখীনগর পর্যন্ত আর সিসি ড্রেন সহ কার্পেটিং রাস্তার কাচ চলমান ও আরও বিভিন্ন কাজ চলমান রয়েছে। তিনি ভিবিন্ন সামাজিক অনুষ্ঠানের
আয়োজন করে থাকেন। অসুস্থ ও অসহায়দের পাশে সবসময় দাড়ান এবং সহযোগিতা করেন, ৩৭নং ওয়ার্ডের জনগন ও সামাজিক ব্যক্তিবর্গরা তাকে আবারও ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এবং উক্ত ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান।