কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১ নং বাইশগাঁও ইউনিয়ন শরীফপুর গ্রামে শাহী জামে মসজিদ । মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে মুঘল আমলে, আনুমানিক ৫’শ বছর পূর্বে । মসজিদটি প্রতিষ্ঠা করেন হায়াতে আবদুল করিম।স্থানীয় সূত্র জানা যায়, মসজিদের পাশে নাটেশ্বর দীঘির পূর্ব পাড়ে রয়েছে একটি মাজার,উত্তর পাড়ে একটি এতিমখানা, ও পাকা সড়ক শরীফ পুর দীঘির পাড় থেকে মনোহরগঞ্জ উপজেলা সড়ক , পশ্চিম পাড় দিয়ে বইয়ে গেছে নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা জেলা আঞ্চলিক সড়ক, দক্ষিণ পাড়ে কৃষি জমি । বাংলাদেশে আসা (১৬০) জন আউলিয়াদের মধ্যে সুলতানুল আউলিয়া হযরত পীর শাহ শরীফ বোগদাদী (রহঃ) এদের মধ্যে তিনি একজন ছিলেন। আটশত বছর পূর্বে ধর্ম প্রচার করতে তিনি ইয়েমেন থেকে বাংলাদেশে এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়নে শরিফ পুর গ্রামে আসেন। স্থানীয়দের তথ্য মতে, তিনি এ মসজিদে নামাজ পড়তেন এবং মৃত্যুর পর মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। এখন সুলতানুল আউলিয়া পীর শাহ শরীফ বোগদাদী মাজার নামে পরিচিত। মসজিদের পাশে রয়েছে একটি বিশাল নাটেশ্বর দীঘি (৩৫) একর জাগায় যাহার সৌন্দর্য দেখতে আসেন বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ ছুটে আসেন। দেখে মনে হয় যেন একটি দৃষ্টি নন্দন, মনোহরগঞ্জ বাসীর জন্য এটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন,মসজিদের খাদেম, হাফেজ মুহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন -এ মসজিদটি ৫’শ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাটদের আমলে এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে এ মসজিদ দেখতে মানুষ ছুটে আসে। এর সৌন্দর্য উপভোগ করতে।বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিএসসি বলেন- এটি একটা ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে । এটা বাইশগাঁও ইউনিয়নের ঐতিহ্য বহন করে।স্থানীয় এলাকাবাসী জানান এখানে পর্যটক কেন্দ্র হলে ৫ শ বছরের পুরানো মসজিদ টি প্রশাসনের দায়িত্বে থাকলে মসজিদ, মাজার , মাদরাসা, দীঘি সুরক্ষিত হবে এবং এলাকার উন্নতি হবে ।
সংবাদ শিরোনাম ::
ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শরীফপুর -শাহী জামে মসজিদ ৫০০ বছরের প্রাচীন
-
আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধি
- আপডেট সময় ১২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৫১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ