রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলার ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের লীজকৃত ১৬ বিঘা জমির উপর পুকুরে ৫০০ মন বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ার পরিকল্পনা করেছেন মিঠাপুকুর মৎস্য প্রকল্প। আজ প্রথম ধাপে ১০০ মন বিভিন্ন প্রজাতির মাছ পুকুরে অবমুক্ত করেন। সরজমিনে গিয়ে দেখা যায়,ফকিরেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১৬ বিঘা জমির পুকুর যাহা সরকারি ভাবে উপজেলা প্রশাসন কর্তৃক লীজ গ্রহণের মাধ্যমে মিঠাপুকুর মৎস্য প্রকল্প দেশের চলমান আমিশের চাহিদা পুরনের লক্ষে ৫০০ মন বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ার পরিকল্পনা ও প্রথম ধাপে ১০০ মন বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। এ বিষয়ে মিঠাপুকুর মৎস্য প্রকল্পের সত্তা অধিকারী আল মাহমুদ সরকার(ইমরান) দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন,আমাদের লক্ষ্য কিভাবে আমিষের চাহিদা পূরণ করা যায় সেই লক্ষ্যে পুকুরটিতে ৫০০ মন মাছ ছাড়ার পরিকল্পনা করা হয়েছে আজ প্রথম ধাপে ১০০ মন মাছ অবমুক্ত করা হলো। আপনারা দেখেছেন প্রতিটি মাছ এক কেজি,২ কেজি এবং তিন কেজিও ওজনের মাছ পুকুরে ছাড়া হল আমাদের লক্ষ্য আগামীতে এই অঞ্চলের চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাহিরে যেন রপ্তানি করতে পারি। আজকের একশত মন মাছ আগামী এক বছরের মধ্যে এক হাজার মনে রূপান্তরিত হবে বলে আশা করি,
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুর মৎস্য প্রকল্পের অধীনে ১০০ মন বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত
-
শহিদুল ইসলাম
- আপডেট সময় ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৩২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ