রংপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ ও অঙ্গহানীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে ১৭২ জন আহতদের মাঝে প্রত্যেকে ১ লাখ করে ১ কোটি ৭২ লাখ টাকার চেক হস্তান্তর করে সংগঠনটি। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহতদের হাতে চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পূর্নবাসন করতে সাধ্যমত কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। কেননা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাই হয়েছে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের জন্য। ইতিমধ্যে ফাউন্ডেশনের কাজ ছড়িয়ে পরেছে সারাদেশে। এই কাজ চলমান রাখতে জুলাই ফাউন্ডেশন ঢেলে সাজানো হয়েছে। আমরা চাই জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকতে। যারা এ দেশতে মুক্ত করতে জীবন দিলো, শরীরে পঙ্গুত্ব বরণ করে নিলো তাদের পাশে দাঁড়ানোই জুলাই ফাউন্ডেশনের কাজ। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্থাানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ প্রশাসনের উধ্ধতন কমকর্তা ও ফাউন্ডেশনের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।