ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবিনা ইয়াসমিন আইসিইউ থেকে এইচডিইউতে পবিপ্রবিতে তিন মাসব্যাপী ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন জাতীয় ও স্থানীয় নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে জামায়াত এটিএম মাছুম ‘অনাথ’ নিয়ে আসছে বই মেলায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর অস্ত্রের চালান আটক স্বৈরাচারীর দোসরদের অপসারণ সহ ৯ দফা দাবিতে ছাত্রদলের স্মারক লিপি প্রদান মেধাবী শিক্ষার্থী আরিফকে বাঁচাতে এগিয়ে আসুন শিক্ষাবৃত্তি প্রকল্প শুরুর ঘোষণা ইবি ছাত্রশিবিরের ব্যক্তিগত জমিতে বহুতল ভবন প্রকল্প রাজউকের ফ্ল্যাট বরাদ্দ নেন সাবেক রাজউক চেয়ারম্যান, সচিবসহ ৩ বিচারপতি যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন

গাজীপুরে দিন দিন কমছে বনভূমি-জলাশয়,বাড়ছে দখলকারী

  • এম এ হোসেন
  • আপডেট সময় ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

সবুজে শিল্পে ভরপুর ঐতিহ্যের গাজীপুর কিন্তু গত দুই দশকে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে গাজীপুর বাংলাদেশের পরিবেশগত অবক্ষয়ের উদাহরণে পরিণত হয়েছে। এসময় এ এলাকার ৬০ শতাংশ বন উজাড় এবং ৫০ শতাংশ জলাধার দখল করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

গবেষণার তথ্য বলছে, ২০০০ সালে গাজীপুরের বনাঞ্চলের আয়তন ছিল ৩৯ হাজার ৯৪৩ হেক্টর। ২০২৩ সালে তা কমে ১৬ হাজার ১৭৪ হেক্টরে নেমে এসেছে। অর্থাৎ ২৩ বছরে বনাঞ্চল কমেছে ৫৯.৫১ শতাংশ। একই সময় জলাশয়ের আয়তন কমেছে ৫১.৪২ শতাংশ। ২০০০ সালে জলাশয় ছিল ১১ হাজার ৪৬২ হেক্টর। ২০২৩ সালে সেখান থেকে কমে ৫ হাজার ৫৬৮ হেক্টরে দাঁড়িয়েছে।

এদিকে সচেতন নাগরিকরা মনে করছেন, শিল্প কারখানার বৃদ্ধি বন ও জলাশয় দখলের অন্যতম কারণ। একই সঙ্গে বাড়িয়ে তুলেছে দূষণের মাত্রা।

তারা বলছেন, ২০০০ সালে জেলার জমির ২৩.৪৪ শতাংশ বনাঞ্চল, ৬.৭৩ শতাংশ জলাশয়, ৫০.২১ শতাংশ বসতি, ৫.২১ শতাংশ শিল্প এলাকা, ১০.২১ শতাংশ কৃষি এলাকা এবং ৩.১৯ শতাংশ খোলা জায়গা ছিল। ২০২৩ সালের মধ্যে এসব পরিসংখ্যানে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন দেখা যায়। এসময় বসতি এলাকা ৬৫.৮৩ শতাংশ এবং শিল্প অঞ্চলগুলো ৮.৭৩ শতাংশে উন্নীত হয়েছিল। এর বিপরীতে বনাঞ্চলের পরিমাণ কমেছে ৯.৪৯ শতাংশ, জলাশয় ৩.২৭ শতাংশ, কৃষি এলাকা ১১.৯২ শতাংশ এবং উন্মুক্ত স্থান ০.৭৭ শতাংশ।

গবেষণার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গাজীপুরের বাস্তুতন্ত্র ও অর্থনীতির জন্য অপরিহার্য নদ-নদী, খাল, জলাভূমি দূষণ ও দখলের কারণে মারাত্মক হুমকির মুখে। কৃষিকাজ ও মাছ ধরার মতো ঐতিহ্যবাহী জীবিকা ক্রমবর্ধমান হুমকির মুখোমুখি।

সরেজমিনে দেখা যায়, দখলকৃত এসব জমিতে গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা, মৎস্য খামার, হ্যাচারি ও পোলট্রি ফার্ম। শিল্পকারখানার মধ্যে আছে ডাইং, স্পিনিং, স্টিল, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস, নিটওয়্যার, রাবার- যাদের অধিকাংশই মারাত্মক পরিবেশ দূষণ করছে।

স্থানীয়দের দাবি, গাজীপুরে বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। দখলকারী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। উদ্ধারকৃত জমিতে বন সৃজন করতে হবে। অন্যথায় গাজীপুরে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে না। সর্বোপরি বন সুরক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি নীতিনির্ধারকদের উপলব্ধিতে আসতে হবে। বাড়াতে হবে জনসচেতনতাও।

এসব বিষয়ে কথা হলে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, সরকারি বনভূমি উদ্ধারে আমরা কাজ চালাচ্ছি। বন বিভাগের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি গাজীপুরকে সবুজ রাখার। আমাদের পাশাপাশি সাধারণ মানুষদেরও বনভূমি রক্ষায় সচেতন হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবিনা ইয়াসমিন আইসিইউ থেকে এইচডিইউতে

গাজীপুরে দিন দিন কমছে বনভূমি-জলাশয়,বাড়ছে দখলকারী

আপডেট সময় ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

সবুজে শিল্পে ভরপুর ঐতিহ্যের গাজীপুর কিন্তু গত দুই দশকে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে গাজীপুর বাংলাদেশের পরিবেশগত অবক্ষয়ের উদাহরণে পরিণত হয়েছে। এসময় এ এলাকার ৬০ শতাংশ বন উজাড় এবং ৫০ শতাংশ জলাধার দখল করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

গবেষণার তথ্য বলছে, ২০০০ সালে গাজীপুরের বনাঞ্চলের আয়তন ছিল ৩৯ হাজার ৯৪৩ হেক্টর। ২০২৩ সালে তা কমে ১৬ হাজার ১৭৪ হেক্টরে নেমে এসেছে। অর্থাৎ ২৩ বছরে বনাঞ্চল কমেছে ৫৯.৫১ শতাংশ। একই সময় জলাশয়ের আয়তন কমেছে ৫১.৪২ শতাংশ। ২০০০ সালে জলাশয় ছিল ১১ হাজার ৪৬২ হেক্টর। ২০২৩ সালে সেখান থেকে কমে ৫ হাজার ৫৬৮ হেক্টরে দাঁড়িয়েছে।

এদিকে সচেতন নাগরিকরা মনে করছেন, শিল্প কারখানার বৃদ্ধি বন ও জলাশয় দখলের অন্যতম কারণ। একই সঙ্গে বাড়িয়ে তুলেছে দূষণের মাত্রা।

তারা বলছেন, ২০০০ সালে জেলার জমির ২৩.৪৪ শতাংশ বনাঞ্চল, ৬.৭৩ শতাংশ জলাশয়, ৫০.২১ শতাংশ বসতি, ৫.২১ শতাংশ শিল্প এলাকা, ১০.২১ শতাংশ কৃষি এলাকা এবং ৩.১৯ শতাংশ খোলা জায়গা ছিল। ২০২৩ সালের মধ্যে এসব পরিসংখ্যানে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন দেখা যায়। এসময় বসতি এলাকা ৬৫.৮৩ শতাংশ এবং শিল্প অঞ্চলগুলো ৮.৭৩ শতাংশে উন্নীত হয়েছিল। এর বিপরীতে বনাঞ্চলের পরিমাণ কমেছে ৯.৪৯ শতাংশ, জলাশয় ৩.২৭ শতাংশ, কৃষি এলাকা ১১.৯২ শতাংশ এবং উন্মুক্ত স্থান ০.৭৭ শতাংশ।

গবেষণার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গাজীপুরের বাস্তুতন্ত্র ও অর্থনীতির জন্য অপরিহার্য নদ-নদী, খাল, জলাভূমি দূষণ ও দখলের কারণে মারাত্মক হুমকির মুখে। কৃষিকাজ ও মাছ ধরার মতো ঐতিহ্যবাহী জীবিকা ক্রমবর্ধমান হুমকির মুখোমুখি।

সরেজমিনে দেখা যায়, দখলকৃত এসব জমিতে গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা, মৎস্য খামার, হ্যাচারি ও পোলট্রি ফার্ম। শিল্পকারখানার মধ্যে আছে ডাইং, স্পিনিং, স্টিল, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস, নিটওয়্যার, রাবার- যাদের অধিকাংশই মারাত্মক পরিবেশ দূষণ করছে।

স্থানীয়দের দাবি, গাজীপুরে বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। দখলকারী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। উদ্ধারকৃত জমিতে বন সৃজন করতে হবে। অন্যথায় গাজীপুরে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে না। সর্বোপরি বন সুরক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি নীতিনির্ধারকদের উপলব্ধিতে আসতে হবে। বাড়াতে হবে জনসচেতনতাও।

এসব বিষয়ে কথা হলে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, সরকারি বনভূমি উদ্ধারে আমরা কাজ চালাচ্ছি। বন বিভাগের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি গাজীপুরকে সবুজ রাখার। আমাদের পাশাপাশি সাধারণ মানুষদেরও বনভূমি রক্ষায় সচেতন হতে হবে।