রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জনপ্রিয় শিক্ষাবিষয়ক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’ একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে ২০১৮ সালে গঠিত হয়। সংগঠনটির মূল উদ্দেশ্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করা।
“শিক্ষার আলোয়, আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৪র্থ বারের মত ২ বছর মেয়াদি নতুন কার্যনিবার্হী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা করেছে।
সংগঠনটির ২ বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আসিফ শুভ। সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মহাসিন।